বৃক্ষরোপণ কর্মসূচিতে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সবুজ যাত্রা
বৃক্ষরোপণ কর্মসূচিতে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সবুজ যাত্রা
Sep 24, 2025
45
আজ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসি এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম ও ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং পূবালী ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এ কর্মসূচি সম্পন্ন হয়। এর আগে, গত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেদিন প্রায় ৫০ প্রজাতির ১,৫৪০টি বৃক্ষচারা রোপণ করা হয়। পরিবেশবান্ধব, নান্দনিক ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার স্বপ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের এই সবুজায়ন কার্যক্রম শুরু হয়, যা এখন ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে।
আজকের কর্মসূচি সেই ধারাবাহিক প্রচেষ্টারই আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন—এসব বৃক্ষরোপণ কেবল প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নান্দনিক ও টেকসই পরিবেশ সৃষ্টির দিকেও বিশেষ ভূমিকা রাখবে। নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শুরু থেকেই সবুজ ক্যাম্পাস গড়ে তোলার যে দৃষ্টিভঙ্গি ধারণ করে আসছে, আজকের এই মহৎ উদ্যোগ সেই পরিকল্পনার সুসংগঠিত বাস্তবায়নের প্রতিফলন। বৃক্ষরোপণের প্রতিটি চারা যেন হয়ে উঠেছে আশার বীজ—যা আগামী দিনে পরিবেশ রক্ষার শক্তিশালী প্রতীক হয়ে উঠবে।
ড. সাদ্দাম হুসাইন
টিচার ইন চার্জ (জনসংযোগ দপ্তর) ও
প্রভাষক, বাংলা বিভাগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়