নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘সিএসই ফেস্ট-২০২৫’ এর সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘সিএসই ফেস্ট-২০২৫’ এর সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
Mar 10, 2025
0
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের উদ্যোগে ‘NeU CSE FEST-2025’ এর আয়োজন করা হয়। ২৬ ও ২৭ ফেব্রুয়ারি দুই দিন-ব্যাপী অনুষ্ঠানে ছিল প্রজেক্ট শোকেজিং, স্পোর্টস, ওয়ার্কশপ (রোবোটিকস্ এন্ড আইওটি), আইটি অলিম্পিয়াড (অন্তঃবিশ্ববিদ্যালয়) এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট-সহ মোট পাঁচটি ইভেন্ট। ‘NeU CSE FEST-2025’ এর সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গতকাল (২৭ ফেব্রুয়ারি)। সকাল ৯টায় ওয়ার্কশপ (রোবোটিকস্ এন্ড আইওটি) এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্টের মধ্য দিয়ে শুরু হয় দুই দিন-ব্যাপী অনুষ্ঠানের ২য় দিনের কার্যক্রম। এ সময় উপস্থিত ছিলেন সিএসই বিভাগের চেযারম্যান জনাব আব্দুল্লাহ আল সিয়াম এবং সম্মানিত শিক্ষকবৃন্দ— জনাব মো: আনোয়ারুল ইসলাম, জনাব মাফিউল হাসান মতিন, জনাব কোহিনুর পারভীন এবং জনাব ফরিদা সিদ্দিকী প্রীতি। উল্লেখ্য, উক্ত কনটেস্টে অংশগ্রহণ করে ময়মনসিংহ বিভাগের ৪টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩১টি টিম।
বিকাল ৪টায়, সিএসই বিভাগের চেয়ারম্যান আবদুল্লাহ আল সিয়ামের নেতৃত্বে ‘NeU CSE FEST-2025’ এর সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মাদ আশরাফুল মুনিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। তাঁরা ‘সিএসই ফেস্ট’ আয়োজনের প্রশংসা করেন। এ সময় সিএসই বিভাগের শিক্ষার্থীরা নিয়মিত এ ধরনের আয়োজন করার দাবী জানায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিএসই বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল নাঈম মীম। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় ‘NeU CSE FEST-2025’।